ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শনিবার থেকে চালু হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১০:০৫ পিএম, ১১ জুন ২০২০

করোনাময় সংকটে দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর সচল হচ্ছে পঞ্চগড়ের চর্তুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। আগামী শনিবার থেকে শর্ত সাপেক্ষে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. শরীফ হোসেন, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

jagonews24

সভা শেষে জেলা প্রশাসক স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দেন। এসব নির্দেশনার মধ্যে রয়েছে বিদেশি চালকরা বিশেষ প্রয়োজন ছাড়া গাড়ি থেকে নামতে পারবেন না। প্রয়োজনে পানিসহ শুকনো খাবার ও কাগজ কলম সাথে বহন করবেন। বন্দর কর্তৃপক্ষ পৃথক শৌচাগারের ব্যবস্থা করবেন। কোনো অবস্থাতেই বাংলাদেশে অবস্থান করতে পারবেন না। চালকদের জন্য পৃথক প্রবেশ ও বর্হিগমনের ব্যবস্থা করতে হবে। একটি মনিটরিং কমিটি থাকবে এবং বন্দরের কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে।

‘বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রফতানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চার দেশের মাঝে এ বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। এর আগে জেলা আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হসন খান বাবলা স্বাস্থ্যবিধি মেনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালুর করার জন্য লিখিত আবেদন করেন।

jagonews24

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থলবন্দর চালুই ছিল। তবে এতদিন করোনা দুর্যোগের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখেন উভয় দেশের ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি বন্দরের কার্যক্রম পরিচালনায় তাদের আগ্রহের ফলে আবারও সচল হয়ে উঠবে সম্ভাবনাময় বাংলাবান্ধা স্থলবন্দর। তবে সংশ্লিষ্টদের স্বাস্থ্য বিধিসহ ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে।।

সফিকুল আলম/এমএএস/এমকেএইচ