আশুলিয়ায় অপহৃত স্কুলছাত্রী বকশীগঞ্জে উদ্ধার
ঢাকার আশুলিয়া থেকে অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে পাঁচদিন পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ঢাকাগামী নাবিল পরিবহন থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই ছাত্রীর নাম লাকি আক্তার (১২)। সে আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার মজনু মিয়ার মেয়ে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, চলতি মাসের ১৮ অক্টোবর স্কুলছাত্রী লাকি আক্তার স্কুল থেকে বিকেলে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে একটি গাড়িতে তুলে নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে ও পরে কুড়িগ্রামের রৌমারী এলাকায় নিয়ে আসেন। এদিকে ওই দিনই লাকি আক্তারের বাবা মজনু মিয়া আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বৃহস্পতিবার সকালে রৌমারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনে করে অপহরণকারীরা স্কুলছাত্রী লাকি আক্তারকে নিয়ে ঢাকায় যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সহযোগিতায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে নাবিল পরিবহন থেকে লাকি আক্তারকে উদ্ধার করে। এসময় কৌশলে অপহরণকারীরা পালিয়ে যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবদুল জলিল জাগো নিউজকে জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হবে।
শুভ্র মেহেদী/এমজেড