ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা উপসর্গে পটুয়াখালীতে রূপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ জুন ২০২০

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর ও কাশি) নিয়ে মো. হানিফ আকন (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে শহরের বাঁধঘাট এলাকার নিজ বাসায় তিনি মারা যান।

মো. হানিফ আকন পটুয়াখালী রূপালী ব্যাংকের নিউটন শাখায় কর্মরত ছিলেন।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান জানান, ভোরে মারা যাওয়ার পর স্বজনদের দেয়া খবরে স্বাস্থ্য কর্মীরা গিয়ে তার নমুনা সংগ্রহ করেছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমকেএইচ