‘রেড জোন’ খুলনায় করোনা আক্রান্ত ১০০১
করোনাভাইরাসের ‘রেড জোনে’ থাকা খুলনা বিভাগে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তবে বিভাগের মধ্য করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা জেলা।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে খুুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গেছে ১০০১ জন। সুস্থ হয়েছেন ৩৬২ জন। বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪ জন। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৯ মার্চ চুয়াডাঙ্গায়।
তিনি বলেন, বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২৪৮, বাগেরহাটে ৪৬, সাতক্ষীরায় ৫৬, মাগুরায় ৪৩, নড়াইলে ৫০, কুষ্টিয়ায় ১৬৩, চুয়াডাঙ্গায় ১৩০, মেহেরপুরে ২৯, যশোরে ১৭১ এবং ঝিনাইদহে ৬৫ জন।
বিভাগের মধ্যে করোনার সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে ‘রেড জোন’ খুলনা জেলা এখন শীর্ষ অবস্থানে। আক্রান্তের হার দ্রুত বাড়ায় নতুন হটস্পট এখন খুলনা।
আলমগীর হান্নান/এএম/এমকেএইচ