কুমিল্লায় অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট চলছে
কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পূর্ব ঘোষিত সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে। বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ক্রসিং এলাকা দিয়ে উপজেলার অটোরিকশা ও থ্রি-হুইলার পারাপারে নিষেধাজ্ঞার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন জেলা অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
এ ধর্মঘটের আওতায় জেলার সকল উপজেলায় তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে কুমিল্লা মহানগরসহ আঞ্চলিক বিভিন্ন সড়কে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।
মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কুমিল্লা জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি. ১৫৬৯) সভাপতি হাজী আবদুল কাদের বলেন, জেলার পদুয়ার বাজারসহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক ক্রস করে মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়। এছাড়া আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালকদের বিভিন্নভাবে হয়রানি এবং মামলা দিয়ে নির্ধারিত জরিমানার চেয়ে ৩-৪ গুণ বেশি টাকা আদায়ের প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হচ্ছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি