ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট চলছে

প্রকাশিত: ১০:১৫ এএম, ২২ অক্টোবর ২০১৫

কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পূর্ব ঘোষিত সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে। বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ক্রসিং এলাকা দিয়ে উপজেলার অটোরিকশা ও থ্রি-হুইলার পারাপারে নিষেধাজ্ঞার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেন জেলা অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

এ ধর্মঘটের আওতায় জেলার সকল উপজেলায় তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে কুমিল্লা মহানগরসহ আঞ্চলিক বিভিন্ন সড়কে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

Comilla-P

মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কুমিল্লা জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি. ১৫৬৯) সভাপতি হাজী আবদুল কাদের বলেন, জেলার পদুয়ার বাজারসহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক ক্রস করে মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়। এছাড়া আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালকদের বিভিন্নভাবে হয়রানি এবং মামলা দিয়ে নির্ধারিত জরিমানার চেয়ে ৩-৪ গুণ বেশি টাকা আদায়ের প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হচ্ছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি