ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপু‌রে করোনা আক্রান্তদের অর্ধেকের বেশি সুস্থ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১২:২৯ পিএম, ১০ জুন ২০২০

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ক‌রোনা আইসোলেশন হাসপাতাল ও নিজ বা‌ড়িতে‌ থেকে সুস্থ হয়ে উঠেছেন শতা‌ধিক রোগী। বুধবার (১০ জু‌ন) সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত ১৮৩ জনের মধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ১০৯ জন।

এদের মধ্যে সদর উপ‌জেলার ২৯ জন, জা‌জিরা উপ‌জেলার ১৫ জন, ন‌ড়িয়া উপ‌জেলার ১৮ জন, ভেদরগঞ্জ উপ‌জেলার ১৩ জন, গোসাইরহাট উপ‌জেলার ৯ জন ও ডামুড‌্যা উপ‌জেলার ২৫ জন রয়েছেন। যারা হাসপাতাল থে‌কে সুস্থ হ‌য়ে বিদায় নি‌য়ে‌ছেন তা‌দের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ জানান, স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে জেলায় সর্বমোট ১০৯ জন করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক মিজানুল ইসলামও সুস্থ হ‌য়ে‌ছেন।

তি‌নি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপ‌জেলার ডোমসার ইউনিয়নের দুইজন, সদর পৌরসভার একজন ও ন‌ড়িয়া পৌরসভার একজন রয়েছেন। জেলায় নতুন করোনা আক্রান্ত চারজনের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ডা. আবদুর রশিদ আরও জানান, গত ১৩ এপ্রিল থে‌কে শুরু হ‌য়ে ১০ জুন পর্যন্ত জেলায় মোট ১৮৩ জন করোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন চারজন। বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে দুইজন ও ন‌ড়িয়া উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।

শরীয়তপুর সি‌ভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পর পর দুই বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় জেলায় মোট ১০৯ জন‌কে ছাড়পত্র দেয়া হয়েছে। যারা সুস্থ হ‌য়ে‌ছেন এবং যারা ক‌রোনায় আক্রান্ত তা‌দের স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা দেয়া হ‌চ্ছে। পাশাপাশি প্রতি‌নিয়ত তা‌দের খোঁজখবর রাখা হ‌চ্ছে।

ছ‌গির হো‌সেন/আরএআর/জেআইএম