সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩শ ছাড়ালো
সুনামগঞ্জে নতুন করে একজন চিকিৎসকসহ আরও ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫০ জন। করোনায় মারা গেছেন তিনজন। মঙ্গলবার (৯ জুন) রাতে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার একজন চিকিৎসকসহ আটজন, জগন্নাথপুর উপজেলার পাঁচজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাঁচজন এবং বিশ্বম্ভরপুর উপজেলার তিনজন রয়েছেন। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৮১ জন।
সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, জেলায় নতুন করে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমাদের এখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন ৮১ জন। নতুন আক্রান্তদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে।
মোসাইদ রাহাত/আরএআর/পিআর