দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে গরুবাহী ভটভটিকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রাে-ড-১৪১২৬৪) ধাক্কা দিলে গরু ব্যবসায়ী মো. বাবু (৩০) এবং তার সহযোগী মো. আব্দুল সাত্তার (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। এ দুর্ঘটনায় তিনটি গরু মারা গেছে।
নিহত বাবু সদর উপজেলার মহারাজগঞ্জ গ্রামের মো. ফজলুল হকের ছেলে এবং আব্দুল সাত্তার একই এলাকার শিবরামপুর গ্রামের মৃত খাজি উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে তিনটি গরু মারা যায়।
আহতরা হলেন, মো. ইলিয়াস আলী (৫৫), নাজির হোসেন (৫০), মো. নুরুল হক (৩৮), মো. আনোয়ার (৪২), মো. কামাল হোসেন (৩৩), আব্দুর রহমান (৪৫), অতুল বাবু (৪৫), মো. লিটু (৪০)।
বৃস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের গোপালগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জাগো নিউজকে জানান, বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ থেকে শহরের রেলবাজারে ভটভটি যোগে চারটি গরু নিয়ে যাবার সময় দিনাজপুর-রংপুর মহাসড়কের গোপালগঞ্জ বাজারে দিনাজপুর থেকে দশমাইলগামী একটি খালি ট্রাক ভটভটির উপর তুলে দিলে ঘটনাস্থলে ১০ জন আহত হন। এসময় ঘটনাস্থলেই ৩টি গরু মারা যায়।
আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী মো. বাবু (৩০) এবং তার সহযোগী মো. আব্দুল সাত্তার (৬৫) মারা যান।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ