ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটের সব মার্কেটের এক মাসের ভাড়া মওকুফ

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৯ জুন ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা চিন্তা করে সিলেটের সব মার্কেটের দোকানদারদের এপ্রিল ও মে মাসের ভাড়া অর্ধেক মওকুফ করা হয়েছে।

সে হিসেবে এক মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। এমন সিদ্ধান্ত দিয়েছে সিলেটের বিভিন্ন শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের স্বত্বাধিকারীদের সংগঠন সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপ।

গত বৃহস্পতিবার দুপুরে গ্রুপের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হলেও মঙ্গলবার (০৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Sylhet City Center

এতে বলা হয়, বর্তমানে করোনা মহামারির কারণে সিলেট তথা সারা দেশের সব মার্কেটসহ ও সব প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান এপ্রিল ও মে দুই মাস বন্ধ থাকায় মার্কেট মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য মার্কেটের দোকানদারদের মানবিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের অস্থায়ী কার্যালয় সিলেট সিটি সেন্টারের সাততলায় গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গ্রুপের সাধারণ সম্পাদক শহিদ আহমদ চৌধুরী সাজুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি জিএম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আহমদ, সহ-সভাপতি জাকারিয়া ইফতেখার শামীম, সহ-সভাপতি খলিলুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ নেছার রহিম নাদিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকির আহমদ ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।

Sylhet City Center

সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের নেতৃবৃন্দ সিলেটের সব মার্কেট মালিক ও দোকান মালিকদের বর্তমান দুর্যোগের কথা চিন্তা করে ও মানবিক দিক বিবেচনায় তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের দুই মাসের ভাড়ার অর্ধেক পরিশোধের অনুরোধ জানান।

সভায় সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের নেতৃবৃন্দ বর্তমান দুর্যোগ ও লকডাউনে ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক ও দোকান মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে, ২০২০ সালের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়রের কাছে অনুরোধ জানান।

এছাড়া চলতি অর্থবছরের ভ্যাট-ট্যাক্স মওকুফসহ বন্ধকালীন বিদ্যুৎ বিলসমূহের ওপর ধার্যকৃত সুদ মওকুফ করে কিস্তির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ করে দেয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী ও মার্কেট মালিক সংগঠনের নেতারা।

ছামির মাহমুদ/এএম/জেআইএম