ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা পরীক্ষায় রাতে নমুনা দিয়ে সকালে মারা গেলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৯ জুন ২০২০

মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কবির কাজী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি শহরের ইটেরপুল বাজারে মুরগির ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির কাজী এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার (৮ জুন) রাতে সদর হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়ে বাড়িতে চলে আসেন। ভোরে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকরাম হোসেন বলেন, গোলাবাড়ি এলাকার এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার কথা শুনে ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি পাঠিয়েছি। এছাড়া প্রশাসনের লোকজন এবং পৌরসভার মেয়র ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়িটি লকডাউন করা হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিলগেট পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪ জন। এর মধ্যে তিনজন মারা গেছেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ