ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে করোনায় আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৯ জুন ২০২০

টাঙ্গাইলে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে তিনজন, সদর উপজেলায় তিনজন, গোপালপুরে চারজন, দেলদুয়ারে দুইজন, মধুপুর ও কালিহাতিতে একজন রয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।

তিনি জানান, গত ৭ মে পাঠানো ১৩৮টি নমুনাসহ আগের জমে থাকা ৪৮৬টি নমুনা থেকে গত ৩ মে’র ২ জন এবং ৭ মে’র ১২ জনের শনাক্তের ফলাফল আসে। এছাড়াও দেলদুয়ারে নতুন একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া এলাকায়।

এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ২১০৭ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১০২১০ জন।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ