করোনাভাইরাসে কুমিল্লায় মৃত্যু বেড়ে ৪৩
কিট সঙ্কটে দুইদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। সোমবার (০৮ জুন) সকাল থেকে নমুনা পরীক্ষা শুরু হয়।
তিন হাজার কিট চাহিদার বিপরীতে ঢাকা থেকে এক হাজার ২৪০টি কিট সরবরাহ করার পর সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। এতে করোনা পরীক্ষার জন্য যারা উৎকণ্ঠায় ছিলেন, তাদের ভোগান্তি আপাতত নিরসন হয়েছে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমেকের অধ্যক্ষ মোস্তফা আজাদ কামাল।
এদিকে, করোনার হটস্পট ও রেড জোন হিসেবে চিহ্নিত কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও থেমে নেই। সোমবার জেলা স্বাস্থ্য বিভাগে পাওয়া তথ্য অনুসারে জেলার চান্দিনা ও লালমাই এলাকায় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট এক হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হলো। সোমবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় চান্দিনা উপজেলার সালুচর গ্রামের স্বপন (৭০) এবং লালমাই উপজেলার সোন্ডা গ্রামের মঞ্জুমা বেগমের (৮০) মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চান্দিনায় ছয়জন, দাউদকান্দিতে ১১ জন এবং মনোহরগঞ্জ, তিতাস ও বুড়িচংয়ে তিনজন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২৪০ জন।
কামাল উদ্দিন/এএম/পিআর