ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন সেন্টার থেকে পালালেন করোনা রোগী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৮ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ নামে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন।

গতকাল রোববার (০৭ জুন) ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে তিনি পালিয়ে গেলে সোমবার (০৮ জুন) দুপুরে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

এ ঘটনায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে আইসোলেশন সেন্টার কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া কেফায়েতের বাড়ি সরাইল উপজেলার টিঘর গ্রামে।

আইসোলেশন সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া অন্য রোগীদের সঙ্গে তিনি চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানায়, ৪ জুন ওই ব্যক্তিকে আইসোলেশন সেন্টারে আনা হয়। রোববার বিকেলে সেন্টারের সাতজন সুস্থতার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান। সেন্টারে দায়িত্বরতদের চোখ ফাঁকি দিয়ে ওই সাতজনের সঙ্গে কেফায়েতও চলে যান। সোমবার দুপুরে ঘটনাটি জানাজানি হয়। তবে ওই রোগী তার বাড়িতে যাননি বলে পরিবারের লোকজন জানিয়েছেন। এ ঘটনায় সেন্টারের পক্ষ থেকে থানায় ডায়েরি করা হয়েছে।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি আইসোলেশন সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ