ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসী মেয়ে-জামাইকে মাছ খাওয়ানো হলো না বাবার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৮ জুন ২০২০

গাইবান্ধা সদর উপজেলায় আমেরিকা প্রবাসী মেয়ে ও জামাইয়ের জন্য খুব যত্ন করে রাখা লক্ষাধিক টাকার মাছ বিষ দিয়ে মেরেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সকালে খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামে পুকুরে মরা মাছ ভেসে উঠলে বিষয়টি নজরে আসে সবার।

সরেজমিনে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যুৎ পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনাউর রহমান অনু মিয়া এক বিঘা পুকুরে প্রায় চার-পাঁচ বছর ধরে নিজেরা খাওয়ার জন্য মাছ চাষ করেন। এ বছর তার আমেরিকা প্রবাসী মেয়ে ও জামাই আসার কথা। তাই পুকুরে খুব যত্ন করে রাখা হয় লক্ষাধিক টাকার রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ।

সোমবার (৮ জুন) সকালে পূর্ব কোমরনই গ্রামের ময়নুল হোসেন পুকুরে মাছগুলো ভেসে থাকতে দেখেন। পরে পুকুর মালিক অনু মিয়াকে জানালে তিনি পুকুর পাড়ে এসে ঘটনাটি দেখে কান্নায় ভেঙে পড়েন। দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরেছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

পুকুরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আনাউর রহমান অনু মিয়া বলেন, আমি দীর্ঘ চার-পাঁচ বছরের বেশি সময় যাবত এই মাছগুলো চাষ করছি। এই মাছগুলো আমার আমেরিকা প্রবাসী মেয়ে ও জামাইয়ের জন্য খুব যত্নে সংরক্ষণ করেছি। দীর্ঘ আট বছর থেকে তারা আমেরিকায় বসবাস করছে। সম্প্রতি তাদের আসার কথা রয়েছে। এ জন্যই মাছগুলো রেখে দিয়েছি।

এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা মৎস অফিসার সঞ্জয় কুমার জানান, ধারণা করা হচ্ছে বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো হত্যা করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ঘটনা শোনা মাত্রই এসআই অনন্ত কুমারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জাহিদ খন্দকার/এফএ/পিআর