ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বংশাই নদীতে ভেসে উঠলো অপর বন্ধুর লাশ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৮ জুন ২০২০

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কলেজ ছাত্রের মরদেহ পাওয়া গেছে। সোমবার দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদীতে ফরমান হোসেন ফারুক নামের ওই ছাত্রের মরদেহ ভেসে ওঠে। ফারুক ছনখোলা গ্রামের রহমান আলী খানের ছেলে ও সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

এর আগে গতকাল রোববার একই গ্রামের আব্দুল বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুই যুবক মিলে রোববার দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ওইদিন ডুবুরি দল গিয়ে বিকেলে একজনের মৃতদেহ উদ্ধার করে। সোমবার দুপুরে অপর যুবকের মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম