ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবার পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৮ জুন ২০২০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সংস্পর্শে আসা তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন- মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলার মহিলা আওয়ামী লীগ নেত্রী এমে চিং মার্মা ও গৃহপরিচারক থোয়াইংচ প্রু।

সোমবার (০৮ জুন) এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু।

তিনি জানান, মন্ত্রীর সংস্পর্শে আসা তিনজনের নমুনা গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ সোমবার আসা রিপোর্টে এই তিনজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

অন্যদিকে পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে থাকায় মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরীকে নমুনা পরীক্ষার জন্য বলেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত, গতকাল রোববার সামরিক হেলিকপ্টারযোগে বান্দরবান সেনা জোন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে।

সৈকত দাশ/এফএ/জেআইএম