ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ৬ পুলিশসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:১৩ পিএম, ০৭ জুন ২০২০

চুয়াডাঙ্গার দর্শনা থানার ৬ পুলিশসহ আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে।

রোববার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ে আসে। পুলিশের আক্রান্ত সদস্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এছাড়া দর্শনা থানায় দায়িত্বরত ৩২ জন পুলিশ সদস্যকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দর্শনা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো. কামরুজ্জামানকে। অন্য দায়িত্ব পালনের জন্য পুলিশের ১৭ জন নতুন সদস্যকে যুক্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫৮ জনের রিপোর্ট আসে। ১০ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে দর্শনা থানার ওসিসহ (তদন্ত) ৬ পুলিশ সদস্য, থানার একজন বাবুর্চি, আলমডাঙ্গা উপজেলায় ২ জন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান কাজলসহ ৮ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় এ পর্যন্ত ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭৭ জন। একজন মারা গেছেন ও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমএসএইচ