ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লকডাউন মুক্ত দেশের একমাত্র জেলা ঝিনাইদহ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০৭ জুন ২০২০

বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউন মুক্ত দেশের একমাত্র জেলা এখন ঝিনাইদহ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইেটে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে কেবলমাত্র ঝিনাইদহ জেলাতেই কোনো লকডাউন নেই। দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে পরিস্থিতি বিবেচনায় কখনোই জেলার কোনো এলাকাকে লকডাউন ঘোষণার প্রয়োজন পড়েনি। ৬টি উপজেলা নিয়ে গঠিত এ জেলার জনসংখ্যা প্রায় ১৭ লাখ।

জেলায় আজ রোববার (৭ জুন) নতুন করে একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন। জেলায় এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ৫ জন যদিও পরে তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেঞ্জিৎ বিশ্বাস জানান, যেহেতু ইতোপূর্বে ঝিনাইদহ লকডাউন ছিল না এবং সুস্থতার হার বেশি, এসব বিবেচনায় একমাত্র জেলা হিসেবে ঝিনাইদহকে লকডাউন মুক্ত রাখা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় নিয়ে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন এই তিনভাগে ভাগ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস