মৃত্যুর তিন দিন পর এলো করোনা পজিটিভ রিপোর্ট
শেরপুর জেলায় নতুন করে আরো ছয়জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলেন ১২০ জন। মৃত্যু হলো দুইজনের। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।
রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ওই নারীর নাম সুফিয়া বেগম। তার বাড়ি জেলার নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি গ্রামে।
সিভিল সার্জন জানান, সুফিয়া বেগম চট্টগ্রাম থেকে করোনা উপসর্গ নিয়ে নকলায় গ্রামের বাড়িতে আসেন। গত ৪ জুন বৃহস্পতিবার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। নমুনা দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর মারা যান তিনি। আজ তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
এ ছাড়া নতুন করে শেরপুর সদরে একজন, ঝিনাইগাতীতে একজন, নালিতাবাড়ীতে একজন ও নকলা উপজেলায় তিনজনসহ মোট ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক সংস্পর্শের কারণেই তারা করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের সবাই বাড়িতে আইসোলেশনে থাকবেন। তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে। জেলায় মোট আক্রান্ত ১২০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ জন আর মারা গেছেন ২ জন। করোনার বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।
এফএ/পিআর