খুমেকে করোনা উপসর্গে মারা গেলেন দুই নারী
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মৃত্যুবরণকারী দুই নারী হলেন, নড়াইল জেলার হাটবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)।
খুমেকের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৭টায় কামরুন্নাহার ও বেলা ১১ রোকেয়া মারা যান।
তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এনিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে যশোর পিসিআর ল্যাব সূত্র জানায়, খুলনার ১২৩টি নমুনা যশোর পিসিআর ল্যাবে পরীক্ষা করে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আলমগীর হান্নান/এফএ/জেআইএম