ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৭ জুন ২০২০

পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আবদুস সত্তার (৬৫) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে বাউফল পৌরসভার শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আবদুস সত্তারের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।

স্থানীয় বাসিন্দা বশির মিয়া বলেন, সকালে ঘুম থেকে উঠে শুনি সত্তার কাকা আর নেই। নিজ বাসায় তিনি মারা গেছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা এক সঙ্গে কয়েকদিন আগেও মসজিদে নামাজ পড়েছি। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/পিআর