রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে হানিফ গাজী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোরে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা সংগ্রহ করেছে।
হানিফ গাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার (৬ জুন) হানিফ গাজী রাজবাড়ী সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যাওয়া ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
রুবেলুর রহমান/আরএআর/পিআর