ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৬ জুন ২০২০

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হিরা মিয়া (৬৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর এলাকার বাসিন্দা।

শনিবার সকালে তিনি তার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গেল বৃহস্পতিবার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে সুনামগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। মারা যাওয়া তিনজনই একই উপজেলার। এছাড়া সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত ২৭০ জন এবং সুস্থ হয়েছেন ৭৬ জন।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া হিরা মিয়ার শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়।পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসা প্রদান শেষে পুনরায় বাড়িতে পাঠানো হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বাড়িতেই মারা যান।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে।তিনি গেল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন। মারা যাওয়া ব্যক্তির জানাজা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।

মোসাইদ রাহাত/এমএএস/এমকেএইচ