ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সস্ত্রীক করোনায় আক্রান্ত ইউপি চেয়ারম্যান

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৬ জুন ২০২০

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার।

তার শারীরিক অবস্থা ভালো নয় বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার হুসনে মোবারক সুমন।

সুমন বলেন, বাবাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। মাঝেমধ্যে তার অক্সিজেনের সাপোর্ট লাগছে। মা হোসনে আরা বেগমের অবস্থার উন্নতি হয়েছে।

তিনি বলেন, ঈদের পরদিন থেকে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে বাড়িতে ছিলেন বাবা। ২ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা সন্দেহে তার নমুনা নেন। পরে তার করেনা পজিটিভ আসে। বৃহস্পতিবার (০৪ জুন) অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি। মা বাড়িতেই আছেন। তিনি সুস্থ আছেন।

শিহাব খান/এএম/এমকেএইচ