ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে এবার করোনায় চিকিৎসকের স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৬ জুন ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী ফাতেমা খানম পারুল (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে করোনাভাইরাসে সিলেটে চিকিৎসক-নার্সসহ ২৩ জনের মৃত্যু হলো।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী দুইদিন আগে করোনা আক্রান্ত হয়ে নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার শরীরের কোনো উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে শনিবার দুপুরে স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগে করোনাভাইরাসে সর্বমোট ১ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬০ জন।

ছামির মাহমুদ/আরএআর/এমএস