ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২১ অক্টোবর ২০১৫

চাঁদপুরে সালমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শহরের রহমতপুর কলোনির ২২নং আব্দুল কাদির বেপারীর বাড়িতে এই ঘটনা ঘটে।

বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। গৃহবধূ সালমা বেগম শহরের কবরস্থানরোড় এলাকার মৃত খালেক বেপারীর মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গফুর (৪০) পলাতক রয়েছেন।

নিহত সালমার ছোট ভাই সাইফুল বেপারী (১৮) জাগো নিউজকে জানায়, ফরিদগঞ্জ ভাটিয়ালপুল চৌরাস্তার গফুরের সঙ্গে তার বোন সালমার কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিছু দিন আগে তারা শহরের রহমতপুর আবাসিক এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু সংসারে ঝগড়া লেগেই ছিল। ঘটনার দিন মঙ্গলবার গফুর রাত সাড়ে ১২টার বাড়ি ফিরলে সালমা তার স্বামীকে দেরি করে বাড়ি ফেরার কথা জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে স্ত্রীকে মারধর করে। পরে গভীর রাতে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে গফুর পালিয়ে যায়। পরে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে মডেল থানায় উপ-পরিদর্শক নুরুল হক ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এদিকে সালমা বেগমের মা রহিমা বেগম জাগো নিউজকে জানায়, সালমার স্বামী গফুরের মারাত্মক জুয়াড় নেশা রয়েছে। জুয়ার টাকার জন্য গফুর নানাভাবে সালমাকে নির্যাতন করতো। কিছুদিন আগেও মেয়ের জামাইকে তিনি ঋণ পরিশোধ করার জন্য কিস্তি উঠিয়ে (লোন) ৩০ হাজার টাকা দিয়েছেন।

চাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মামুনুর রশীদ জাগো নিউজকে জানায়, এ ব্যাপারে থানায় একটি হত্য মামলা দায়ের করা হবে।

ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি