ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় বিল দখল নিয়ে উত্তেজনা : আটক ২৩

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০১৫

মাগুরায় ইজারা নেয়া খাল-বিল জোর পূর্বক দখলে নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার শালিখা উপজেলার দীঘলগ্রামে মৎস্যজীবীদের ইজারা নেয়া ‘রতার বিল’ জোর পূর্বক দখল করে মাছ ধরতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

এসময় উভয়পক্ষ বিল এলাকায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সমবেত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ মাছ ধরার প্রায় ৩০টি বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে।

দীঘল গ্রামের মৎস্যজীবী হিমাংশু দেববর্ম জাগো নিউজে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতি মেনে শালিখা উপজেলার ‘রতার বিলসহ পার্শ্ববর্তী ভাটুলি খালে মাছ চাষ ও আহরণ করে আসছিল স্থানীয় মৎস্যজীবীরা। বুধবার পার্শ্ববর্তী সদর উপজেলার মঘি ও রাঘদাইড় এলাকার বিপুল সংখ্যক মানুষ মাছ ধরার সরঞ্জাম নিয়ে ওই বিল ও খাল থেকে জোর পূর্বক মাছ ধরতে আসেন। এ খবর পেয়ে দীঘলগ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মাগুরা সদর ও শালিখা থানা পুলিশ মাছ ধরা বন্ধ করে দেয়।   

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, সকাল থেকে সদরের দুটি ইউনিয়নের অসংখ্য মানুষ দীঘলগ্রামের ‘রতার বিল ও ভাটুলি খালে জোরপূর্বক মাছ ধরতে আসেন। খবর পেয়ে দুই থানার পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের মধ্যে বিভিন্ন সময় শালিখা থানা পুলিশ ১৮ ও সদর থানা পুলিশ পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন  করা হয়েছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/আরআইপি