ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় আজ করোনায় ৩ মৃত্যু, আক্রান্ত ১০৫

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৪ জুন ২০২০

কুমিল্লায় করোনা সংক্রমণ বাড়ছেই। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১০৫ জন। এ সময়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় দুইজন ও জেলার মুরাদনগরে একজনসহ মারা গেছেন ৩ জন।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ হাজার ২৬৮ জনে এবং জেলায় মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৭ জন, জেলার চৌদ্দগ্রামে ১১ জন, মুরাদনগরে ১৩ জন, চান্দিনায় ১৩ জন, লাকসামে ৭ জন, তিতাসে ৬ জন, হোমনায় ৫ জন, দাউদকান্দিতে ৪ জন, আদর্শ সদর উপজেলায় ৭ জন, বুড়িচংয়ে ১৩ জন, বরুড়ায় ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ১ জন ও মনোহরঞ্জে ১ জন।

জেলায় এ পর্যন্ত উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২১ জন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২০৭ জন, জেলার আদর্শ সদরে ৭০ জন, সদর দক্ষিণে ২৬ জন, লালমাইয়ে ১০ জন, দেবিদ্বারে ১৭৩ জন, মুরাদনগরে ১৫৯ জন, লাকসামে ৮৮ জন, মনোহরগঞ্জে ২২ জন, চান্দিনায় ১১৫ জন, বরুড়ায় ২৫ জন, বুড়িচংয়ে ৮৬ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন, নাঙ্গলকোটে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৭৫ জন, তিতাসে ৩০ জন, দাউদকান্দিতে ২৯ জন, হোমনায় ২০ জন, মেঘনায় ১৮ জনসহ মোট আক্রান্ত ১২৬৮ জন।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৩৪ জনের নমুনা পাঠানোর পর রিপোর্ট এসেছে ৯ হাজার ৫৫৬ জনের। এর মধ্যে জেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মোট ১২৬৮ জনের এবং মারা গেছেন মোট ৩৮ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৮৪ জন।

কামাল উদ্দিন/এফএ/পিআর