রাজশাহীতে করোনা ইউনিটে একজনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আজিজুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
আজিজুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। গত মঙ্গলবার (২ জুন) তিনি করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি করোনায় মারা গেছেন কি-না নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে তার মরদেহ দাফনে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/জেআইএম