ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় করোনায় আক্রান্ত হাজার পার, আরও তিনজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৩ জুন ২০২০

কুমিল্লায় বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার (০৩ জুন) বিকেল পর্যন্ত আরও ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ১৬৩ জনে।

মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজারসহ তিনজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ জনে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

তিনি বলেন, বুধবার করোনার প্রাপ্ত ফলাফল অনুসারে নগরীতে ৪৮ জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে সাতজন, আদর্শ নগরে চারজন, বুড়িচংয়ে দুইজন, সদর দক্ষিণে একজন ও লালমাই উপজেলায় চারজনের পজিটিভ ফলাফল এসেছে। মঙ্গলবার রাতে করোনায় মারা গেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান। এছাড়া নগরীর শাসনগাছা ও জেলার নাঙ্গলকোটে আগে মারা যাওয়া দুই ব্যক্তির করোনা পজিটিভ এসেছে।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে জেলার দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের অহিদুর রহমান ও বাগুর গ্রামের আবুল হোসেন মঙ্গলবার রাতে মারা যাওয়ায় মরদেহ দাফন করতে স্থানীয়রা অপারগতা জানায়।

পরে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করেন যথাক্রমে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ছাত্রলীগের ওরা ৪১ টিম’ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে একটি টিম।

অপরদিকে, মুরাদনগর বাজারের ব্যবসায়ী বাচ্চু মিয়া মঙ্গলবার রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর মুরাদনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্বে ১১ সদস্যের টিম দাফন করেন।

করোনার সর্বশেষ পরিস্থিতির বিষয়ে বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজ থেকে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। বুধবার পর্যন্ত ৯ হাজার ১৭০ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে এক হাজার ১৬৩ জনের পজিটিভ ফলাফল এসেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫৯ জন।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ