ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লাশ দাফনে কেন বাধা, মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৩ জুন ২০২০

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, করোনাভাইরোসের সংক্রমণ রোধে ইমাম-মুয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতন বার্তা বলতে পারেন তারা। যার মাধ্যমে সবার মাঝে পৌঁছে যাবে করোনা সচেতন বার্তা।

বুধবার (০৩ জুন) দুপুরে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলস্থ বাসভবনে এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৩১ মে) করোনায় মারা যাওয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কমলেশ চক্রবর্তী ভানুর মরদেহ দাহে বাধার বিষয়টি উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মৃত ব্যক্তি থেকে করোনাভাইরাস ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। তারপরও সেখানে তার সন্তানরা ব্যতীত সম্প্রদায়ের কেউ উপস্থিত হলেন না। এটি খুবই দুঃখজনক। লাশ দাফনে কেন বাধা দিচ্ছেন, মৃত ব্যক্তি থেকে করোনা ছড়ায় না। কেউ এমন কাজ করবেন না।

পরে তিনি উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদানের টাকা বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ অর্থ প্রদান করা হবে। প্রথম দিনে পৌর এলাকার ২৩৪ জনের মাঝে এ অনুদান দেয়া হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপপরিচালক শেখ অকরামুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল উপস্থিত ছিলেন।

বি কে সিকদার সজল/এএম/এমএস