ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় করোনাজয়ী ১০ পুলিশকে বরণ করলেন এসপি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০২ জুন ২০২০

কুমিল্লায় দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের ২৮ সদস্য। এদের মধ্যে করোনাজয় করে সুস্থ হওয়া ১০ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাদের বরণ করে নেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা আইসোলেশনে থাকার সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত খোঁজখবর নিয়েছেন।

জানা যায়, দায়িত্ব পালন করতে গিয়ে কুমিল্লায় পুলিশের ২৮ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এর মধ্যে দুইজন পরিদর্শক, তিনজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ও ১৮ জন পুলিশ কনস্টেবল। এদের মধ্যে ১০ জন করোনাজয় করে সুস্থ হয়েছেন।

এসব করোনা যোদ্ধার মনোবল বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার ফুল দিয়ে বরণ করে নেন এবং অভিনন্দন জানান।

সুস্থ হওয়া ১০ জনের মধ্যে বরুড়া থানার বিকাশ চন্দ্র ঘোষ নামে একজন এসআই এবং অপর নয়জন দেবিদ্বার থানায় কর্মরত কনস্টেবল। কনস্টেবলরা হলেন- মো. তানভীর পাটোয়ারী, অহিদ ইসলাম, মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, রহিজ উদ্দিন, আবু তাহের, গিয়াস উদ্দিন, আব্দুর রশিদ ও মিজানুর রহমান। এছাড়া পুলিশের সঙ্গে কাজে সহায়তাকারী সমের আলী নামে এক আনসার সদস্যকেও ফুল দিয়ে বরণ করা হয়।

Cumilla-Corona-Victor-Police

করোনাজয়ী কনস্টেবল অহিদ ইসলাম বলেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর এসপি স্যার আমাদের ফুল দিয়ে বরণ করেছেন। এতে আমাদের মনোবল বেড়ে গেছে। আমরা মাঠে আরও ভালোভাবে কাজ করতে পারব। সাধারণ জনগণের পাশে থাকতে পারব।

কনস্টেবল আলাউদ্দিন বলেন, আমরা জনগণের সেবা করার জন্য পুলিশে ভর্তি হয়েছি। ভবিষ্যতেও যেন জনগণের সেবায় কাজ করে যেতে পারি সেই প্রত্যয় নিয়ে আবারও কর্মস্থলে যোগদান করলাম।

করোনাজয়ী কনস্টেবল তানভীর পাটোয়ারী বলেন, ঊর্ধ্বতন স্যাররা আমাদের পরিবারের সদস্যদের মতোই খোঁজখবর নিয়েছেন। এতে আমাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রুত সুস্থ হয়েছি। স্যারদের যে ভালোবাসা পেয়েছি তা বিরল।

এ বিষয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, নতুন উদ্যমে করোনা প্রতিরোধে জনগণের জন্য কাজ করতে কর্মস্থলে ফিরে যাচ্ছেন করোনাজয়ী পুলিশ সদস্যরা। তাদের কর্মস্পৃহা জাগ্রত করতে এবং কর্মরত অন্যান্য সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য সুস্থদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর