ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাকিমপুরে একই পরিবারের ২ জনের ওপর অ্যাসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৯:০৬ এএম, ২১ অক্টোবর ২০১৫

দিনাজপুরের হাকিমপুরে প্রতিপক্ষে ছোঁড়া অ্যাসিডে মোছা. মোরশেদা বেগম (২২) নামের এক গৃহবধূর মুখ ঝলসে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার দেবর মো. জাকারিয়া ইসলাম (২৪) অ্যাসিডে আক্রান্ত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পরিবারের লোকজন। মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার ঘট্টা মাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জাকারিয়া উপজেলার ঘট্টা মাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

অ্যাসিডে আহত জাকারিয়ার বড় ভাই মো. ইলিয়াস আলী জানান, রাত ৯ টায় ভাত খেয়ে টিউবওয়েলে হাত ধুতে যায় জাকারিয়া। এ সময় প্রাচীরের অপর প্রান্ত থেকে অজ্ঞাত ব্যক্তিরা অ্যাডিস ছুঁড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এতে তার মুখমণ্ডল ও শরীরের বেশ কিছু স্থান ঝলসে গেছে।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, নতুন করে এ ধরনের ঘটনার বিষয়ে তিনি অবহিত নন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ করে নি।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত ৮টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় প্রতিপক্ষের লোকজন জানালা দিয়ে উপজেলার ঘট্টা মাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর স্ত্রী মোছা. মোরশেদা বেগমকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে। এতে মোরশেদার মুখমণ্ডল, হাত, পা ঝলসে যায়। পরে তার আত্মচিৎকারে পরিবার লোকজন তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।

এ ঘটনায় আহত মোরশেদার স্বামী মো. ইলিয়াস আলী বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে  প্রতিবেশী মৃত চান আলী মন্ডলের ছেলে মো. বাবুল হোসেন মন্ডলকে (৫৫) আটক করেছে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি