ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় করোনাভাইরাস : মেয়রসহ একদিনে আক্রান্ত ৪৯

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০১ জুন ২০২০

কুমিল্লায় নতুন করে আরও ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমানও রয়েছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা মহানগরীতে রয়েছেন ১২জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০ জনে। সোমবার (০১ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন।

ডা. মো. শাহাদাত হোসেন বলেন, সোমবার বিকেল পর্যন্ত করোনার প্রাপ্ত রিপোর্টে আক্রান্তদের মধ্যে কুমিল্লা মহানগরীতে ১২,নাঙ্গলকোটে পাঁচজন, চৌদ্দগ্রামে ১৩ জন,আদর্শ সদরে পাঁচজন, বুড়িচংয়ে নয়জন, মুরাদনগরে তিনজন, মেঘনা ও ব্রাহ্মণপাড়ায় একজন করে আক্রান্ত হয়েছেন।

জেলার করোনার সর্বশেষ পরিস্থিতির বিষয়ে ডেপুটি সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত জেলা থেকে মোট ৯ হাজার ৫৪৬ জনের করোনা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সোমবার পর্যন্ত রিপোর্ট এসেছে ৮ হাজার ৫৯৯ জনের। সোমবার আদর্শ সদরে তিনজন ও মেঘনা উপজেলায় একজনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।

কামাল উদ্দিন/এএম/এমকেএইচ