ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাসে প্রাণ গেল মুয়াজ্জিনের

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০১:০৪ পিএম, ০১ জুন ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (৪৪) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর ইউনিয়নে বাড়িতে তার মৃত্যু হয়। সেনবাগ উপজেলায় এ নিয়ে করোনায় চারজনের মৃত্যু হলো।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুয়াজ্জিন মোজাম্মেল হোসেন সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা। তিনি সেনবাগ উপজেলার উত্তর সাহাপুর গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনার উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। গত ২৮ মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। সোমবার সকালে বাড়িতে তার মৃত্যু হয়। সব ধরনের নিয়ম মেনে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম