সুনামগঞ্জে একদিনে ১৬ র্যাব সদস্য করোনায় আক্রান্ত
সুনামগঞ্জে নতুন করে ১৬ জন র্যাব সদস্যসহ আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (৩১ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৫ জন।
জানা যায়, রোববার নতুন করোনা শনাক্ত হওয়া ২১ জনের মধ্যে ১৬ জনই র্যাব-৯ এর সদস্য। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার একজন, ছাতক উপজেলার দুইজন, দোয়ারাবাজার উপজেলার একজন ও জগন্নাথপুর উপজেলার একজন আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত ১৬৫ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ২১ জন ও র্যাব সদস্য রয়েছেন ১৭ জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে রোববার ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৬ জনই র্যাব সদস্য। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি। এখন পর্যন্ত করোনায় সুনামগঞ্জে কেউ মারা যায়নি। সুস্থ হয়েছেন ৬১ জন।
মোসাইদ রাহাত/আরএআর/পিআর