ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই মাস বয়সী করোনা পজিটিভ সন্তানকে নিয়ে আইসোলেশনে মা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৪:৪৯ এএম, ৩১ মে ২০২০

বান্দরবানে দুই মাস বয়সী এক কন্যা শিশুর করোনা শনাক্ত হয়েছে। শিশুটিকে রাখা হয়েছে আইসোলেশন ইউনিটে। শিশুটির সাথে তার মাকেও রাখা হয়েছে। তবে তার মায়ের করোনা নেগেটিভ।

গত বৃহস্পতিবারের কক্সবাজারের মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষায় ওই শিশুর করোনা পজিটিভ আসে।

সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ওই শিশুটির পরিবার বান্দরবানে বেড়াতে আসে। স্থানীয়রা ঢাকা থেকে এক পরিবার এলাকায় এসেছে বলে বান্দরবান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জানায়।পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা ওই শিশু ও তার মায়ের নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষায় শিশুটির করোনা পজিটিভ এলেও মায়ের নেগেটিভ এসেছে।

শনিবার (৩০ মে) ৬ বছরের আরও এক শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ওই শিশুকে রাজবিলা থেকে বান্দরবান আইসোলেশন ইউনিটে আনা হয়েছে। সেই সাথে ওই শিশুর মা চট্টগ্রামের একটি হাসপাতালে করোনার চিকিৎসা নিচ্ছেন। শিশুটির সাথে তার খালুকেও আইসোলেশন ইউনিটে আনা হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা।

জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু জানান, বান্দরবানের করোনায় আক্রান্তের সংখ্যা ২৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। শিশু দুটিকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সৈকত দাশ/এমএএস/এসআর