ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাভাইরাস : কুমিল্লায় চিকিৎসকসহ আরও ৩৪ জন আক্রান্ত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ৩০ মে ২০২০

কুমিল্লায় শনিবার (৩০ মে) বিকেল পর্যন্ত করোনায় মৃত্যুর তালিকায় কারও নাম যুক্ত না হলেও আক্রান্তের তালিকা দীর্ঘ হয়েছে। গত ২৪ ঘণ্টায় চারজন চিকিৎসকসহ নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৮৫৫ জনে।

এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় এ কার্যালয়ের একজন নারী পরিচ্ছন্নতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেডিকেল অফিসার ও নমুনা সংগ্রহকারী এক নারী চিকিৎসক ও তার চিকিৎসক স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে আছেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচজন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সাতজন, আদর্শ সদর উপজেলার তিনজন, লাকসামের একজন, বুড়িচংয়ের একজন, চৌদ্দগ্রামের ১৫ জন ও দেবিদ্বারের একজন।

সিভিল সার্জন বলেন, বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৭৮৯ জনের নমুনা পাঠানোর পর রিপোর্ট এসেছে সাত হাজার ৭৯১ জনের। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮৫৫ জনের এবং মারা গেছেন মোট ২৪ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১০৪ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, হাসপাতালের এক চিকিৎসক, করোনা আক্রান্ত নার্সের ভাই-বোন এবং এক চিকিৎসকের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম