আখাউড়া স্থলবন্দরে পণ্য রফতানি শুরু
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল থেকে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। এতে করে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।
ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত টানা আটদিন দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ছুটি শেষে শনিবার সকাল থেকে আবারও পণ্য রফতানি শুরু হয়েছে। ইতোমধ্যে সিমেন্ট ও ভোজ্য তেল বোঝাই বেশ কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করেছে।
আজিজুল সঞ্চয়/এমএএস/এমকেএইচ