ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের ছুটিতে বাড়ি গিয়ে তিন গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৯ মে ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয়জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী, তিনজন গার্মেন্টসকর্মী ও একজন মাওলানা।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম।

মজিদুল ইসলাম বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ পৌরসভার চাষকপাড়ার একজন, সাপমারা ইউনিয়নের কামারপাড়ার একজন, গুমানিগঞ্জ ইউনিয়নের বকনপুর ও কুড়িপাইকারের দুইজন, ফুলবাড়ি ইউনিয়নের একজন এবং তালুককানুপুর ইউনিয়নের একজন।

এদের মধ্যে তিনজন গার্মেন্টসকর্মী। তারা গাজীপুর এপেক্স গার্মেন্টসে কাজ করেন। ঈদের ছুটিতে গোবিন্দগঞ্জের বাড়িতে এসেছেন তারা। গোবিন্দগঞ্জ উপজেলার ছয়জন নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে দুইজন মারা গেছেন। আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আটজন চিকিৎসাধীন রয়েছেন।

জাহিদ খন্দকার/এএম/জেআইএম