ছেলের কবরের পাশে আটদিন পর বাবাকে দাফন
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইদিনে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন শুক্রবার (২৯ মে) চাঁদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের দর্জিঘাট এলাকায় মারা যান। অপরজন বৃহস্পতিবার (২৮ মে) কচুয়া উপজেলায় মারা যান। স্বাস্থ্য বিভাগের লোকজন দুইজনের নমুনা সংগ্রহ করেছে।
চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর দর্জি বলেন, ১২ নম্বর ওয়ার্ডের দর্জিঘাট এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক নারী (৪৫) মারা গেছেন। ওই নারী এক সপ্তাহের বেশি সময় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। বিষয়টি চাঁদপুর সিভিল সার্জনকে জানানোর পর স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা আফসানা বলেন, করোনার উপসর্গ নিয়ে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামে এক বৃদ্ধের (৮০) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। আটদিন আগে মৃত ব্যক্তির ছেলে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ছেলের কবরের পাশেই স্বাস্থ্যবিধি মেনে বাবাকে দাফন করা হয়েছে।
ইকরাম চৌধুরী/এএম/পিআর