ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২০ অক্টোবর ২০১৫

দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো গোলমাল হচ্ছে না বলে দাবি করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপড়া এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এ দাবি করে তিনি।

প্রধান বিচারপতি বলেন, সরকার সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছে। কারণ এটাই প্রমাণিত হয়, যে দেশে কত সৌহাদ্যপূর্ণভাবে পূজা পালিত হচ্ছে। মুসলমানরা এখানে আসছে। তারাও হাতে হাত মিলিয়ে সহযোগিতা করছে। এখানের আইন-শৃঙ্খলা অত্যন্ত ভালো। আপনারা আনন্দ করেন, তবে অবশ্যই বাড়াবাড়ি করবেন না। এখানে পাশে মসজিদ আছে। এখানে আজান ও নামাজের সময় বাদ্য বাজাবেন না।

durga-puja
হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আপনার সু-শৃঙ্খলভাবে পূজা অর্চনা করবেন। যাতে আমি গর্ব করে বলতে পারি সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা হানাহানি মারামারি হচ্ছে। শুধু বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কোনো সন্ত্রাস নেই, হানাহানি নেই, যে সুশৃঙ্খলভাবে হিন্দু সম্প্রদায়ের এ শারদীয় দুর্গাপূজা হচ্ছে। এ সময় তিনি উদ্যোক্তাদের ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
 
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতির অ্যাডিশনাল রেজিস্টার অরুণাব চক্রবর্তী, একান্ত সচিব মো. আনিছুর রহমান, কোর্ট অফিসার আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়ত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি