ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল জলিল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল জলিল হাসপাতালে ভর্তি হণ। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। গত তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এলাকায়।
এদিকে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে রেকর্ড সংখ্যক ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও চার জন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জন। এর মধ্যে সদরে ১৪ জন, বালিয়াডাঙ্গীতে ২৭ জন, রাণীশংকৈলে সাতজন, হরিপুরে ১৯ জন ও পীরগঞ্জে ১৭ জন রয়েছেন।
আরএআর/এমএস