ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত আরও ১৭ জন

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৫:০১ এএম, ২৯ মে ২০২০

ঠাকুরগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনেশিয়ানসহ নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত ওই মেডিকেল টেকনেশিয়ান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করতেন। তিনি পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত কয়েকদিনে ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর-চট্টগ্রাম থেকে আক্রান্ত এই ব্যক্তিরা আসেন নিজ জেলায়। খবর পেয়ে গত ২৩ মে বাড়িতে গিয়ে ওই ১৭ জনের নমুনা সংগ্রহ করে ২৪ মে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।

নতুন করে আক্রান্ত সবাইকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসাসেবা দেয়া হবে।

ঠাকুরগাঁও জেলা থেকে এক হাজার ৪৫০ জনের নমুনা ঢাকা, রংপুর ও দিনাজপুরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৫ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের নমুনা দিনাজপুরে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

বিএ