ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় করোনা রোগীকে প্লাজমা দিলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ মে ২০২০

 

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রথমবারের মতো প্লাজমা থেরাপি শুরু হয়েছে। বাগেরহাটের বাসিন্দা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মো. মঞ্জুরুল এ প্লাজমা দেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে খুলনার করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) আনুষ্ঠানিক এক রোগীর শরীরে এ থেরাপি প্রয়োগ করা হয়।

খুলনা মেডিকেল কলেজের ট্রান্সফিশন মেডিসিন বিভাগ ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে এ থেরাপি প্রয়োগ করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগ পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মো. জিল্লুর রহমান তরুণ বলেন, চিকিৎসক মঞ্জুরুল ১ এপ্রিল করোনা আক্রান্ত হন। পরবর্তীতে তিনি সুস্থ হন। খুলনা মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালন বিভাগের চিকিৎসকদের আহ্বানে সাড়া দিয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীকে প্লাজমা দেন তিনি। বৃহস্পতিবার করোনা আক্রান্ত এক ব্যক্তির শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খুমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ও খুমেকের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ