ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৃত্যুর পর জানা গেল করোনা আক্রান্ত ছিলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৮ মে ২০২০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সাবেক কনসালটেন্ট ডা. আব্দুর রহমানের (৬৭) শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ বলে শনাক্ত হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে (২৬ মে) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আব্দুর রহমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন গাইনি বিশেষজ্ঞ ও নগরীর রোজ হসপিটালের মালিক ডা. ফরিদা খানম রোজির স্বামী।

বিষয়টি নিশ্চিত করে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, ডা. আব্দুর রহমানের ডায়াবেটিস ছিল। সোমবার রাতে মেডিকেল মোড় এলাকার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পরে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়।

এছাড়াও বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৮ নমুনা পরীক্ষা করে আরও ১৩ জনের শরীরে করোনা ধরা পড়ে বলেও জানান সিভিল সার্জন।

আক্রান্তরা হলেন, কাউনিয়া উপজেলার ২ জন, নগরীর শালবনে ৩, মুলাটোল এলাকায় ১, ধাপ কাকলি লেনে ১, পূর্ব গুপ্তপাড়ায় ১, ধাপ জেল রোডে ১, সেনপাড়ায় ১, সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নে ১, জেলা পুলিশের ১ জন সদস্য এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ১ জন।

জিতু কবীর/এফএ/এমকেএইচ