ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জ নগর বিএনপির সভাপতি কারাগারে

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০১৫

নাশকতাসহ চারটি মামলায় নারায়ণগঞ্জ নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে জাহাঙ্গীর আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি কে এম ফজলুর রহমান জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩৫ লাখ ৩২ হাজার ১০৫ টাকার সম্পদ গোপনসহ ৩৩ লাখ ৪৭ হাজার ২৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারার অপরাধ এনে ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এ মামলার বাদীসহ তিনজন তদন্ত শেষে চলতি বছরের ১০ মে ১৭ জনকে সাক্ষী দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন।  

এর আগে আসামি জাহাঙ্গীর এ মামলায় উচ্চ আদালত থেকে দীর্ঘদিন জামিনে ছিলেন। এছাড়া টানা হরতাল অবরোধে নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে। মঙ্গলবার ওই চারটি মামলায় তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাড. শাহ আলম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন, অ্যাড. সরকার হুমায়ন কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাড. বোরহান উদ্দিন সরকার।

এ ব্যাপারে অ্যাড. শাহ আলম খান আদালতকে বলেন, জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী নেতা। উনি নিয়মিত ট্যাক্স দেন। তার বিরুদ্ধে দুদক যে মামলা করেছে তা উদ্দেশ্য প্রণোদিত। দুদক তার সম্পদের যে বিবরণী দিয়েছে তাও সঠিক নয়। উনি যে সময়ে বাড়ি করেছেন ওই সময়কার নির্মাণ সামগ্রীর মূল্য ও বর্তমান সময়ের মূল্য কখনোই এক হতে পারেনা।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি