ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ অক্টোবর ২০১৫

জমি নিয়ে বিরোধের জেরে বাগেরহাটের শরণখোলায় আ. খালেক আকন (৭৫) নামের এক বৃদ্ধকে হাত-পা বেঁধে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। অমানুষিক নির্যাতনের এক পর্যায়ে তাকে পানিতে ফেলে দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত খালেক আকন উপজেলার ধারসাগর ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আ. খালেক আকনের সঙ্গে প্রতিপক্ষ মালেক আকনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এরই জের ধরে সকালে প্রতিপক্ষ মালেক আকন ও তার দুই ছেলে মিলে আ. খালেক আকনের হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তার হাত-পা বাধা অবস্থায় পানিতে ফেলে দেয়া হয়। এ সময় তার স্ত্রী পরিতোন বিবি (৬০) বাধা দিলে তাকেও এলোপাতাড়িভাবে মারপিট করা হয়। এক পর্যায়ে চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

এ ব্যাপারে খালেক আকনের ছেলে চট্টগ্রামের বোয়ালখালী থানার কনস্টেবল আসাদুল আকন বলেন, দূরে চাকরি ও পরিবারের অন্য ভাই-বোনেরা বাড়িতে না থাকার সুযোগে এর আগেও একাধিকবার তার বাবা-মাকে মারধর করেছে। তিনি এ ধরনের অমানুষিক নির্যাতনের সুষ্ঠ বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত রাসেল ও মাসুদের বক্তব্য পাওয়া না গেলেও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে সামান্য হাতাহাতি বলে দাবি করা হয়।

এ বিষয়ে শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি