ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় চেয়ারম্যান কাউন্সিলরসহ নতুন আক্রান্ত ৩৮

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৭ মে ২০২০

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল ও তার কার্যালয়ের ৩ জনসহ কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মো. মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তারাসহ গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১১ জনে।

এদিকে জেলার নাঙ্গলকোটে করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে। বুধবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল জানান, তার শারীরিক অবস্থা ভালো আছে। তার অফিসের পিআইও’র করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তিনি পরীক্ষা করান, আজ পজিটিভ রিপোর্ট এসেছে।

এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মো. মাহাবুবুর রহমানেরও করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, তার শরীরে করোনা সংক্রমণের কোনো লক্ষণ কিংবা উপসর্গ দেখা যায়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে জানানো হয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও একজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে আছেন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১ জন এবং জেলার আদর্শ সদরে ৪ জন, দেবিদ্বারে ১১ জন, নাঙ্গলকোটে ৫ জন, সদর দক্ষিণে ৭ জন, বরুড়ায় ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, বুড়িচংয়ে ১ জন, মনোহরগঞ্জে ২ জন ও চান্দিনায় ৪ জন। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। সুস্থ হয়েছেন মোট ১০০ জন।

কামাল উদ্দিন/এফএ/এমএস