ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে আরও ৯ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৭ মে ২০২০

পার্বত্য খাগড়াছড়িতে আরও ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জন।

বুধবার (২৭ মে) সকালে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৯ জনের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরীসহ তিনজন নারী ও ছয়জন পুরুষ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন করে করোনায় আক্রান্ত ৯ জনের মধ্য খাগড়াছড়ি সদরে ৩ জন, মহালছড়িতে ৩ জন, মাটিরাঙ্গায় ১ জন, পানছড়িতে ১ জন ও দীঘিনালায় ১ জন রয়েছেন। এই ৯ জনসহ ২৭ করোনা রোগী আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এদিকে খাগড়াছড়িতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমাসহ তিনজন করোনা জয় করে বাড়ি ফিরে গেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস